Door43-Catalog_bn_tn/LUK/01/26.md

2.1 KiB

স্বর্গদূত গাব্রিয়েলকে ঈশ্বর পাঠালেন

এই কর্তৃবাচ্য হিসাবে অনুবাদ করা যেতে পারে "ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে যেতে বললেন" (দেখুন: কর্তৃবাচ্য ও কর্মবাচ্য)

বাগদত্তা

"অঙ্গীকার" বা "বিয়ে করার প্রতিশ্রুতি দিলেন৷" এর অর্থ এই যে, মরিয়মের বাবা ও মা তাঁর জন্য যোষেফের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এক প্রতিজ্ঞা করেছিলেন৷

তাঁর কাছে এলেন

"যেখানে মরিয়ম ছিলেন সেখানে গেলেন৷" বা "মরিয়ম যেখানে ছিলেন সেখানে গেলেন৷"

শুভেচ্ছা

"আনন্দ" বা "আনন্দিত হওয়া" এটি একটি সাধারণ শুভেচ্ছা ছিল৷

অত্যন্ত অনুগ্রহের পাত্রী

এটিকে এইভাবে অনুবাদ করা যেতে পারে যেমন, "তোমাকে যার উপর বিশেষ অনুগ্রহ করা হয়েছে" বা "তুমি, যে করুণা পেয়েছে" বা "তুমি, যে দয়া পেয়েছ৷"

খুব চিন্তিত হলেন

"বিচলিত হলেন" বা "ভয় পেলেন ও দিশাহারা হলেন৷"

এটি কেমন শুভেচ্ছা

মরিয়ম পৃথকভাবে প্রতি শব্দেরই অর্থ বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে কেন স্বর্গদূত সেই বিষয়গুলি তাঁকে বললেন৷