Door43-Catalog_bn_tn/JHN/12/46.md

1.4 KiB

আমি এই জগতে আলো হিসাবে এসেছি

যিশু আবার নিজেকে আলোর মতন জগতের অন্ধকারের সঙ্গে তুলনা করে পার্থক্য দেখিয়েছেন l (দেখুন : উপমা)

অন্ধকারের মধ্যে থাকবে

"অনব্রত আত্মিক ভাবে অন্ধ হয়ে থাকা l (দেখুন : উপমা)

যদি কেউ আমার কথা শোনে কিন্তু মানে না, আমি তার বিচার করি না; আমি জগতের বিচার করতে আসিনি, কিন্তু জগতকে উদ্ধার করতে এসেছি l

সম্পর্কর : "যদি কেউ আমার শিক্ষা শোনে এবং অগ্রাহ্য করে, তাকে দোষী করার আমার কোনো প্রয়োজন নেই l আমার শিক্ষা, যেটা সে অগ্রাহ্য করেছে, সে তাকে দোষী করেছে, আমার মতে, আমি দোষী করতে আসেনি কিন্তু উদ্ধার করতে যারা তাঁর ওপর বিশ্বাস করে l (দেখুন : উহ্য শব্দ)