Door43-Catalog_bn_tn/JHN/12/34.md

1.5 KiB

যীশু তখন তাদের বললেন, "আর অল্প সময়ের জন্য আলো তোমাদের সাথে আছে। যতক্ষণ তোমাদের কাছে আলো আছে তোমরা চলতে থাক, যাতে অন্ধকার তোমাদেরকে গ্রাস না করে। যে কেউ অন্ধকারে চলাচল করে, সে জানে না সে কোথায় যায়।" সম্পর্কে : "যীশু তখন তাদেরকে এই দৃষ্টান্তটি বললেন :

'আমার বাক্যগুলি তোমাদের কাছে আলোর মত, তোমাদের বুঝতে সাহায্য করবে কেমন করে ঈশ্বরের ইচ্ছায় বাস করবে l আমি তোমাদের সঙ্গে আর বেশীক্ষণ থাকব না l যতক্ষণ আমি তোমাদের সঙ্গে আছি আমর নির্দেশ তোমাদের মেনে চলা উচিত l যখন তোমরা আমার বাক্য অবজ্ঞা করবে, এটা হবে ঠিক যেমন হঠাৎ অন্ধকার তোমাদের ওপর আসবে এবং তোমরা দখতে পাবে না যে তোমরা কোথায় যাচ্ছ l