Door43-Catalog_bn_tn/JHN/12/25.md

791 B

যে তার নিজের জীবনকে ভাল বাসে, সে ইহা হারাবে; কিন্তু যে কেউ এই জগতে তার জীবনকে ঘৃণা করবে সে অনন্তকালের জন্য রক্ষা পাবে l

প্রতি : "ঠিক একই উপায়ে, যে নিজের জীবনকে ভালবাসে, সে তার জীবনকে নষ্ট করে l কিন্তু যে তার নিজের জীবনকে অবজ্ঞা করে, কারণ সে আমার কাছে নিজেকে সমর্পণ করেছে, সে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে বাস করবে l"