Door43-Catalog_bn_tn/JHN/11/56.md

2.2 KiB

যদি ৫৭ পদের প্রকৃত ঘটনা ৫৬ পদের আগে ঘটে তবে হয়ত আপনি পড়ুয়াদের হতভম্ব করতে পারেন, আপনি এই দুটি পদ একত্রে যুক্ত করতে পারেন এবং ৫৭ পদের পাঠ্যাংশ ৫৬ পাঠ্যাংশের আগে লিখতে পারেন l (দেখুন : ঘটনার বিন্যাস গুলি )

তারা যীশুর খোঁজ করতে লাগল

"তারা" এই কথাটি যিহুদী লোকেরা যারা যিরুশালেমে যাচ্ছিল তাদেরকে উল্লেখ করেছে l

এখন প্রধান যাজকেরা

এটা হলো পটভুমিকার তথ্য যা ব্যাখ্যা দেয় কেন যিহুদী পূজারীরা বিস্মিত হচ্ছিল যে যীশু সেই পর্ব্বে আসবেন কি আসবেন না l যদি নিজের ভাষায় এটার পভুমিকার তথ্য চিহ্নিত করার জন্য কোনো রাস্তা থাকে এখানে তা ব্যবহার করুন l (দেখুন : পশ্চাদভুমির তথ্য লেখার পদ্ধতি)

তোমরা কি মনে কর? তিনি কি এই পর্ব্বে আসবেন না?

বক্তা এখানে বিস্মিত হচ্ছিলেন যদি যীশু এই পর্ব্বে আসেন যদিও গ্রেপ্তার হওয়ার মত একটা বিপদ ছিল l তিনি তাঁর চার পাশে যারা ছিল তাদের মতামত জিজ্ঞাসা করলো l প্রতি : "আপনি কি মনে করেন যীশু খুব ভয় পাবেন এই পর্ব্বে আসার জন্য ?" (দেখুন : স্পষ্ট এবং উহ্য)