Door43-Catalog_bn_tn/JHN/10/34.md

2.0 KiB

তোমরা ঈশ্বরের

সাধারণত (gods) কথাটি ভুল বলে ধরে নেওয়া হয় যতক্ষণ না বড় অক্ষর "G" থাকে God এর মধ্যে জেরা সত্যের একজন ঈশ্বরকে উল্লেখ করে l এখানে, যীশু শাস্ত্রের বাক্য উধৃত করে যেখানে ঈশ্বর তার অনুসরণকারী ঈশ্বরদের ডাকেন কারণ তিনি তাদের মনোনীত করেছেন পৃথিবীতে বর্ণনা দেবার জন্য l

এটা কি লেখা নেই

যীশু এই প্রশ্নটি জিজ্ঞাসা করলেন অলোচ্য বিষয়ের তথ্য ছাড়া যিহুদী ধর্মীয় নেতারা আগে থেকে জানত l "এটা লেখা আছে" (দেখুন : অর্থালংকার) (দেখুন : কাব্যরসতত্বের প্রশ্ন)

পবিত্র শাস্ত্রের কথা বাদ দেওয়া যাবে না

এই শব্দ গুচ্ছটি পবিত্র শাস্ত্রের একটা ছবি দেয় যে কিছু একটা আমাদের সংযত করছে এবং সেই সংযত কোনোদিন বাদ দেওয়া যাবে না অথবা শিথিল করা যাবে না যেন যা সত্য বলেছে তা থেকে পালিয়ে যাই l অন্যরূপ অনুবাদ : পবিত্র শাস্ত্রে যা আছে তার "কিছুই অসত্য বলে দেখানো যাবে না" (UDB) অথবা "শাস্ত্রের বাক্য সত্য" (দেখুন : অর্থালংকার) l