Door43-Catalog_bn_tn/JHN/10/09.md

953 B

যীশু ক্রমাগত জনতাকে বলতে লাগলেন l

আমিই সেই দরজা

নিজেকে "সেই দরজা" উল্লেখ করে যীশু বোঝাতে চেয়েছেন যে তিনি একটা সত্য রাস্তা যা খোঁয়াড় কথাটির বর্ণনা করে এবং সেটাই এখানে উল্লেখ করেছেন l (দেখুন : উপমা)

তৃণক্ষেত্র

"তৃণক্ষেত্র" কথাটি হলো ঘাস আছে এমন জায়গা যেখানে মেষেরা খায় l

যেন তারা জীবন পায়

"তারা" এই কথাটি মেষকে উল্লেখ করেছে l "জীবন" কথাটি অনন্ত জীবন কে উল্লেখ করেছে l