Door43-Catalog_bn_tn/JHN/10/07.md

1.5 KiB

যীশু ক্রমাগত জনতাকে বলতে লাগলেন l

সত্যি, সত্যি

অনুবাদ করুন যেমন আপনি ১:৫১ পদে করেছেন l

আমিই সেই মেষের দরজা

"আমিই সেই মেষের খোঁয়াড়ে ঢোকার রাস্তা" l যীশু বলছেন তিনিই সেই যিনি সব সময় প্রবেশ পথ l "মেষ" শব্দটি ব্যবহার করা হয়েছে ঈশ্বরের মানুষদের নির্দেশ করতে l (দেখুন : উপমা)

যারা আমার আগে এসেছিল তারা সবাই চোর ও ডাকাত

এই শব্দ গুচ্ছটি "যারা সবাই আমার আগে এসেছিল" অন্য গুরুদের নির্দেশ করেছে যারা যীশুর আগে শিক্ষা দিয়েছেন l (দেখুন : স্পষ্ট এবং উহ্য) যীশু তাদেরকে "চোর এবং ডাকাত" বললেন কারণ তাদের শিক্ষা ছিল ভ্রান্ত এবং তারা ঈশ্বরের মানুষদেরকে চালনা করছিল যখন সত্যকে তারা বুঝতে পারছিল না l (দেখুন : উপমা)