Door43-Catalog_bn_tn/JHN/08/14.md

2.5 KiB

যদিও আমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দেই

"যদিও আমি নিজের সম্পর্কে এইগুলি নিজে বলি"

মাংসে

"মানুষের চিন্তাধারায় এবং মানুষের আইনে" (UDB)

আমি কারও বিচার করি না

সম্ভবপর মানে হলো ১) "আমি এখনো কারও বিচার করি নি" অথবা ২) "আমি এখন কারোর বিচার করছি না l"

যদি আমি বিচার করি

"আমি যদি মানুষদের বিচার করি l" সম্ভবপর মানে হলো ১) "যখন আমি মানুষদের বিচার করি" (ভবিষতে কোনো সময়ে) অথবা ২) "যে কোনো সময় আমি মানুষদের বিচার করি" (এখন) অথবা ৩) যদি আমি মানুষদের বিচার করি" (এখন) l

আমার বিচার সত্য

সম্ভবপর মানে হলো ১) "আমার বিচার ঠিক হবে" অথবা ২) আমার বিচার ঠিক" l

আমি একা নয়

উহ্য তথ্যটি হলো এই যে তিনি তাঁর বিচারে একা নয় l অনুরূপ অনুবাদ : "আমি কেমন করে বিচার করি তাতে আমি একা নয়" অথবা " আমি একা বিচার করি না l" (দেখুন : স্পষ্ট এবং উহ্য)

আমি পিতার সঙ্গে আছি

"পিতাও আমার সঙ্গে বিচার করেন" অথবা "পিতা বিচার করেন যেমন আমি করি l"

পিতা যিনি আমাকে পাঠিয়েছেন

"যিনি আমাকে পাঠিয়েছেন" এই শব্দ গুচ্ছটি পিতার সম্পর্কে বেশী কিছু বলেছেন l অন্যরূপ অনুবাদ : "পিতা হলেন তিনি যিনি আমাকে পাঠিয়েছেন l" (বাক্যের মধ্যে উপবাক্য দেখুন l)