Door43-Catalog_bn_tn/JHN/08/12.md

1.7 KiB
Raw Permalink Blame History

আমি হলাম পৃথিবীর আলো

দেখুন কেমন করে "আলো" শব্দটি ১" পদে অনুবাদ করেছেন l অন্যরূপ অনুবাদ "আমিই হলাম সেই যে জগতে আলো দেয় l"

জগৎ

"পৃথিবীর মানুষেরা"

যে কেউ আমার পিছন পিছন চলে

"সবাই আমার পিছন পিছন চলে l" এটা হলো একটা আলংকারিক ভাবে বলা, "সবাই যারা আমি যা শেখাই তাই করে" অথবা "সবাই যারা আমাকে মানে l" (দেখুন : রূপকালঙ্কার ) l

অন্ধকারে চলিবে না

"অন্ধকারে চলা" কথাটি হলো পাপী হয়ে থাকা সম্পর্কে আলংকারিক ভাবে বলা l অন্যরূপ অনুবাদ "যদি অন্ধকারে থাকে সে তেমন বাস করবে না" (দেখুন : রূপকালঙ্কার ) l

তুমি নিজের সম্পর্কে নিজে সাক্ষ্য দিচ্ছ

"তুমি এইগুলি শুধু নিজের সম্পর্কেই বলছ"

তোমার সাক্ষ্য সত্য নয়

"তোমার সাক্ষ্য বৈধ নয় l" "তুমি তোমার নিজের সাক্ষী হতে পর না" অথবা "তুমি যা নিজের বল তা হয়ত সত্য নয় l"