Door43-Catalog_bn_tn/JHN/08/07.md

1.3 KiB
Raw Permalink Blame History

:৫৩

৮:১১

পূর্বের কিছু বইতে এই পদগুলি আছে কিন্তু অন্য বইগুলিতে নেই l (দেখুন : মূল গ্রন্থের ধরন)

যখন তারা বারবার

"তারা" শব্দটি শিক্ষাগুরু এবং ফারীশীদের বিষয়ে উল্লেখ করেছে l (দেখুন :৮:৩)

তোমাদের মধ্যে যার কোনো পাপ নেই

"যদি তোমাদের মধ্যে কেউ যে পাপহীন" অথবা "যদি তোমাদের মধ্যে থেকে একজন যে কোনো দিন পাপ করে নি l"

তোমাদের মধ্যে

যীশু শিক্ষাগুরু এবং ফারীশীদের প্রতি কথা বলছিলেন এবং হয়ত এক দল মানুষের সঙ্গেও l

তাকে দিন

"সেই মানুষটিকে দিন"

তিনি নিচু হলেন

"তিনি তাঁর আঙ্গুল মাটিতে পৌঁছানোর জন্য বেঁকে নিচু হলেন l"