Door43-Catalog_bn_tn/JHN/08/04.md

1.9 KiB
Raw Permalink Blame History

:৫৩

৮:১১

পূর্বের কিছু বইতে এই পদগুলি আছে কিন্তু অন্য বইগুলিতে নেই l (দেখুন : মূল গ্রন্থের ধরন)

এই রকম মানুষকে

"সেই রকমের মানুষ" অথবা "মানুষ যারা ঐসব করে"

এখন ব্যবস্থায়

"এখন" কথাটি যীশু এবং যিহুদীদের ক্ষমতা বোঝাতে পটভুমিকার তথ্যের ভুমিকা দেয় l

আপনি তার সম্পর্কে কি বলেন?

এটা আবার আদেশ হিসাবে অনুবাদ করা যায় l "সুতরাং আপনি আমাদের বলুন l আমরা তার সম্পর্কে কি করব ?"

তাঁকে জালে ফেলার জন্য

"তাঁকে পরীক্ষা করতে l" এর মানে পরীক্ষামূলক প্রশ্ন ব্যবহার করতে l

সুতরাং তারা যেন তাঁর নামে দোষ দেবার জন্য কিছু খুঁজে পায়

তারা তাঁকে কি দোষ দেবে সেটা স্পষ্ট করা যায় l "সুতরাং তারা যেন তাঁকে দোষ দিতে পারে কিছু ভুল বলার জন্য" অথবা "সুতরাং তারা যেন তাঁকে দোষ দিতে পারে মশির ব্যবস্থা না মানার জন্য অথবা রোমের ব্যবস্থা না মানার জন্য l" (দেখুন : স্পষ্ট এবং উহ্য)