Door43-Catalog_bn_tn/JHN/05/01.md

1.8 KiB
Raw Permalink Blame History

এইটার পর

তিনি একজন রাজকর্মীর পুত্রকে সুস্থ করার পর (:৪৬

৫৪)l

জিরুশালেমে চলে গেলেন

জিরুশালেম একটি পাহাড়ের উপর অবস্থিত l জিরুশালেম যাবার রাস্তায় অনেক উঁচু নিচু পাহাড় আছে, কিন্তু যদি আপনারা ভাষায় সমতল ভূমিতে হাঁটার পরিবর্তে পাহাড়ে যাবার জন্য অন্য কোনো ভিন্ন শব্দ বা কথা থাকে তবে এখানে ব্যবহার করুন l

পুকুর

মাঠের মধ্যে একটা গর্ত যেখানে জলে ভর্তি আছে l

বৈৎসদা

“বৈৎসদা” মানে দয়ার ঘর (দেখুন : অনুবাদ করা নাম)

ছাঁদ দেওয়া ঘাট

পাকা বাড়ির সঙ্গে যুক্ত ছাঁদ আছে এমন একটা জায়গা যার অন্তত একটা দেয়াল নেই l

একটা বড় সংখ্যার

“অনেক”

পদ

কিছুটা পূর্বের পাঠ্যাংসে এই পদ পাওয়া যায়, কিন্তু অন্যত্রে পাওয়া যায় না l আমরা আপনাকে প্রস্তাব দেই যে পদ বাদ দেওয়া বা খালি রাখার থেকে পদ সেতু দিয়ে ৩ এবং পদ যুক্ত করুন যেমন ULB এবং UDB তে করা আছে l