Door43-Catalog_bn_tn/JHN/03/34.md

858 B

কারণ ঈশ্বর যাঁকে পাঠিয়েছেন

“ইনি হলেন যীশু, যাঁকে ঈশ্বর তাঁর বর্ণনা করতে পাঠিয়েছেন”

কারণ তিনি আত্মা মেপে দেন না।

“কারণ তিনি হলেন সেই যাঁকে ঈশ্বর তাঁর আত্মার সব শক্তি দিয়েছেন l”

তিনি যা বিশ্বাস করেন

“একজন ব্যাক্তি যে বিশ্বাস করেন” অথবা “যে কেউ বিশ্বাস করেন”

ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে

“ঈশ্বরের ক্রোধ তার সঙ্গে আছে।”