Door43-Catalog_bn_tn/JHN/03/09.md

1.5 KiB

এই ব্যাপারগুলি কেমন করে হবে? এইটি হলো কোনো বিবৃতির উচ্চারণের ওপর জোর দিতে কাব্যরসতত্বের প্রশ্ন l একান্তর অনুবাদ হলো :“এটা হতে পারে না!” অথবা “এইটা ঘটতে সমর্থ নয়!” (দেখুন : কাব্যরসতত্বের প্রশ্ন) l

তুমি একজন ইস্রায়েলের গুরু এবং এখনও তুমি এইগুলি বুঝতে পারছ না? এটি একটি কোনো বিবৃতির উচ্চারণের ওপর জোর দিতে কাব্যরসতত্বের প্রশ্ন l একান্তর অনুবাদ হলো :“তুমি একজন ইস্রায়েলের গুরু, সুতরাং আমি বিস্মিত হচ্ছি যে তুমি এই সব বুঝতে পারছ না!” (দেখুন : কাব্যরসতত্বের প্রশ্ন) l

সত্যি, সত্যি

অনুবাদ করুন যেমন ১:৫১ পদে করেছেন l

আমরা কথা বলি

যখন যীশু বলেছেন “আমরা”, তিনি নিকদীমকে যুক্ত করেন নি l (দেখুন : বহিস্কারক)