Door43-Catalog_bn_tn/JHN/02/13.md

1.5 KiB

য়িরুশালেম পর্যন্ত

এর মানে হলো যে তারা নিচু জায়গা থেকে উচ্চ জায়গা য়িরুশালেমে যেটা পাহাড়ের উপর বানানো হয়েছে সেখানে গেলেন l

উপাসনা ঘরে

এই কথাটি উল্লেখ করে উপাসনা ঘরের বাইরের প্রাঙ্গনের সম্পর্কে যেখানে অ

ইহুদি মানুষদের উপাসনা করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল l

যাদের বিক্রি করা হয়েছিল

মানুষেরা উপাসনা প্রাঙ্গনে পশু কিনতে পারতো এবং তাদেরকে ঈশ্বরের সন্মানের জন্য বলি দিত l

টাকা পরিবর্তনকারী

যিহুদী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন ছিল যারা উৎসর্গ করার জন্য পশু কিনতে চাইতো তাদের, কারণ তারা চেয়েছিল তাদের টাকার পরিবর্তে বাইরের থেকে টাকা পরিবর্তনকারীর কাছ থেকে অসাধারণ টাকায় পরিবর্তনের জন্য l