Door43-Catalog_bn_tn/JHN/01/22.md

1.1 KiB

তারা তাঁকে বলল

“ধর্মযাজকেরা এবং লেবীয়রা যোহনকে বললেন” (দেখো ১:১৯) l # আমাদের ...... আমরা

ধর্মযাজকেরা এবং লেবীয়রা, যোহন নয় (দেখো : বহিস্কারক) l # তিনি বলেছেন

“যোহন বলেছেন” l

যে মরুভূমিতে চীৎকার করছে আমি হলাম সেই কন্ঠস্বর

“কেউ উচ্চস্বরে কথা বললে সেখানে কেউ শুনতে পায় না আমি হলাম তার মতোই l” (দেখো : রুপকালংকার)

ঈশ্বরের রাস্তা সরল কর

“যেমন মানুষেরা রাস্তা তৈরী করে এক জন গুরুত্বপূর্ণ মানুষের ব্যাবহারের জন্য ঠিক তেমনি ঈশ্বরের আসবার জন্য নিজেকে তৈরী কর l