Door43-Catalog_bn_tn/JHN/01/10.md

1.1 KiB

তিনি পৃথিবীর মধ্যে ছিলেন এবং পৃথিবী তাঁর মাধ্যমে সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী তাঁকে জানত না

“কিন্তু যদিও তিনি এই পৃথিবীতে ছিলেন এবং ঈশ্বর যা কিছু এই পৃথিবীতে আছে সবই তাঁর মাধ্যমে সৃষ্টি করেছেন, মানুষেরা তখনও তাঁকে চিনতে পারে নি l”

তিনি যা কিছু তাঁর নিজের সেই মানুষের কাছেই এসেছিলেন, এবং তাঁর নিজের মানুষেরাই তাঁকে গ্রহণ করে নি

“তিনি তাঁর সহযোগী দেশীয় মানুষের কাছে এসেছিলেন কিন্তু তাঁর নিজের সহযোগী দেশীয় মানুষেরা তাঁকে গ্রহণও করলেন না”l