Door43-Catalog_bn_tn/JAS/03/11.md

1.5 KiB

প্রসংসা এবং অভিশাপ এই দুরকম ভাষা যেন আমাদের না হয় এবিষয় যাকোব জোর দেয়ার পর, তিনি উদাহরণ দেন প্রকৃতি থেকে যে দুরকম কর না .

কোন স্রোত কি মিষ্টি এবং তেতো জল দুই বের করে ?

যাকোব আলংকারি প্রশ্ন ব্যবহার করেছেন তাঁর পাঠকদের প্রকৃতির নিয়ম সম্বন্ধে শিক্ষা দেয়ার জন্য. অনুরূপ অনুবাদ : "কোন স্রোত মিষ্টি এবং তেতো দুরকম জল দিতে পারে না ." ( দেখো: আলংকারি প্রশ্ন)

ভাইয়েরা

"সহ বিশ্বাসীরা"

ডুমুর গাছ কি জলপাই ফলে, বা আঙ্গুর গাছে ডুমুর ফলে ?

যাকোব আরেকটি আলংকারি প্রশ্ন ব্যবহার করেছেন তাঁর পাঠকদের প্রকৃতির নিয়ম সম্বন্ধে শিক্ষা দেয়ার জন্য. অনুরূপ অনুবাদ : " ডুমুর গাছে জলপাই ফলে না, না আঙ্গুর গাছে ফলে ডুমুর."