Door43-Catalog_bn_tn/JAS/02/21.md

2.4 KiB

আমাদের পিতৃপুরুষ আব্রাহাম কি ধার্মিক ছিলেন না

এই আলংকারি প্রশ্ন ব্যবহিত হয়েছে বোকা মানুষদের তর্ক বিতর্ককে প্রতিহত করার জন্য ......

তুমি দেখো সেই বিশ্বাস

"তুমি" শব্দটা একবচন যা উলেখ করে একজন প্রকল্পিত মানুষ. যাহা হউক যাকোব তাঁর সমস্ত শ্রোতাদের এই একটা মানুষের মধ্যেদিয়ে সম্ভাসন করেছেন .

তুমি দেখো সেই বিশ্বাস

"দেখা" শব্দটা হল বাক্যালংকারবিশেষ. এটা এইভাবেও অনুবাদ করাযায় " বুঝতেপারা ." (দেখো :বাক্যালংকারবিশেষ)

বিশ্বাসের কার্য দ্বারাই তিনি লক্ষের উদ্দেশ্যে পৌচ্ছান

"তাঁর কার্যই তাঁর বিশ্বাসে পূর্ণতা এনে দেয় "

শাস্ত্র বাক্য পূর্ণ হয়েছিল

এটি একটি নেতিবাচক কথা যেটা এইভাবেও অনুবাদ করাযায় "এটি শাস্ত্র বাক্য পূর্ণ করে " (দেখো: ইতিবাচক বা নেতিবাচক)

ইহা তাঁর জন্য ধার্মিকতার বিষয় গণিত হয়ে ছিল

"ঈশ্বর তার বিশ্বাসকে ধার্মিকতা হিসাবে গন্য করেছেন."

তুমি দেখো যে কার্য দ্বারা যাকোব আবার তাঁর শ্রোতাদের সম্ভাসন জানাচ্ছেন সরাসরি বহুবচনে "তোমাদের " বলে .

কার্য দ্বারা একজন মানুষ ধার্মিক গণিত হয়

"কার্য এবং বিশ্বাস একজন মানুষকে ধার্মিক প্রতিপন্ন করে."