Door43-Catalog_bn_tn/JAS/02/08.md

2.0 KiB

যদি তুমি পূর্ণ কর

"তুমি " শব্দটা এখানে যিহুদী বিশ্বাসীদের বুঝিয়েছে .(দেখো: তুমির প্রকারভেদ)

রাজকীয় ব্যবস্থা পূর্ণ করা

প্রকৃতই ঈশ্বর মোশিকে ব্যবস্থা দিয়েছিলেন, পুরাতন নিয়মের পুস্তকে লেখা আছে . এটা এইভাবেও অনুবাদ করা যায় " ঈশ্বরের ব্যবস্থার বাধ্য হও " বা " আমাদের মহান রাজার ব্যবস্থার বাধ্য হও."

তুমি তোমার প্রতিবেশিকে নিজের মত ভালবাসবে

(দেখো: লেবীয় ১৯:১৮)

তোমার প্রতিবেশী

" সব মানুষ" বা "সবাই"

তুমি ভালো করছ

"তোমরা ভালই করছ " বা " তোমরা যেটা করছ সেটা ঠিক"

তোমরা যদি পক্ষপাত কর

"বিশেষ যত্ন দেওয়া" বা " সম্মান দেওয়া "

পাপ করা

সেটা হয়, ব্যবস্থা উলঙ্ঘন করা. এটা এইভাবেও অনুবাদ করা যায় "পাপ করা."

ব্যবস্থা উলঙ্ঘন কারী ব্যবস্থার দ্বারা দোষী সাব্যস্ত হওয়া

এখানে ব্যবস্থা হল একজন বিচারকের গুনাবলী . এটা এইভাবেও অনুবাদ করা যায় " এবং দোষী ঈশ্বরের ব্যবস্থা ভেঙেছে." (দেখো: বাক্তিরূপ )