Door43-Catalog_bn_tn/HEB/13/09.md

1.3 KiB

বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা

" সেসব শিক্ষা যা অধিক ও পৃথক এবং আমরা যে সুসমাচার তোমাদের দিয়েছিলাম সেটা নয়"

হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয় তাহা ভাল; খাদ্য বিশেষ অবলম্বন করা ভাল নয়

AT: " ঈশ্বর কিরূপে আমাদের প্রতি অনুগ্রহ করে আসছেন আমরা যখন সেটা চিন্তা করি তখন অধিক শক্তিশালী হয়ে উঠি, কিন্তু খাদ্যের নিয়ম কানুন পালন করে আমরা অধিক শক্তিশালী হয়ে উঠি না" (রূপক দেখুন)

পাপার্থক উপহার

" যাতে ঈশ্বর পাপ ক্ষমা করেন তার জন্য বলিকৃত" (স্পষ্ট ও অন্তর্নিহিত দেখুন)

শিবিরের বাহিরে

লোকজনের বসবাসের জায়গা থেকে দুরে