Door43-Catalog_bn_tn/HEB/11/35.md

2.4 KiB

লেখক এইমাত্র ইস্রায়েলে ঈশ্বরের লোকেদের নেতৃবৃন্দের বিশ্বাস সম্পর্কে লিখলেন|

নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন

" যখন ঈশ্বর পুনরুত্থান করেছিলেন তখন স্ত্রীলোকেরা যারা মারা গিয়েছিল তাদের ফিরে পেয়েছিল" ( প্রত্যক্ষ বা পরোক্ষ দেখুন)

অন্যেরা বিদ্রুপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের ... তাহারা প্রস্তরাঘাতে হত.... বিদীর্ণ...নিহত

AT: " লোকেরা অন্যদের অত্যাচার করেছিল"..." অন্যেরা তাড়িত হয়েছিল যখন লোকেরা তাদের উপহাস ও কশাঘাত করেছিল"..." লোকেরা তাদের উপর পাথর ছুড়েছিল.." লোকেরা তাদের বিদীর্ণ করেছিল"..." লোকেরা তাদের হত্যা করেছিল" (প্রতক্ষ্য বা পরোক্ষ দেখুন)

উপদ্রুত

অত্যন্ত পীড়া ভোগ করানো

তাদের মুক্তি গ্রহণ না করে

AT: " লোকেরা যাতে তাদরে কারাগার থেকে মুক্ত করে সেই জন্য খ্রীষ্টকে অস্বীকার করতে অসম্মত হওয়া"

শৃঙ্খলা ও বন্দিদশাতেও

"লোকেরা তাদের শিকল পরিয়ে কারাগারে নিক্ষেপ

ভ্রমণ করা

" এক স্থান থেকে অনস্থানে ঘুড়ে বেড়ানো" অথবা " সব সময় বাস করা"

দীনহীন

"অভাবগ্রস্থ" বা "সম্বলহীন" অথবা " দরিদ্র"