Door43-Catalog_bn_tn/HEB/11/23.md

1.5 KiB

মোশি জন্মিলে পর, তিন মাস পর্য্যন্ত পিতামাতা কর্তৃক গোপনে রক্ষিত হইলেন

AT: " মোশির পিতামাতা তাকে তার জন্মের পর তিন মাস পর্য্যন্ত লুকিয়ে রেখেছিলেন" ( প্রতক্ষ্য বা পরোক্ষ দেখুন)

বয়ঃপ্রাপ্ত

"পূর্ণবয়স্ক" ( বাগধারা দেখুন)

ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ

ঈশ্বরের লোকেদের সাথে দুর্ব্যবহারের স্বীকার হওয়া"

খ্রীষ্টকে অনুসরণ করার দুর্নাম

" খ্রীষ্ট যা চেয়েছিলেন তিনি তাই করেছিলেন বলে লোকেরা তার প্রতি যে অসম্মান প্রদর্শন করেছিল" ( বাগধারা দেখুন)

ভবিষ্যতের পুরস্কারের প্রতি তিনি দৃষ্টি দিতেন

" যা করলে স্বর্গে তিনি পুরস্কার লাভ করবেন বলে জানতেন সেটি করা" ( বাগধারা, স্পষ্ট ও অন্তর্নিহিত দেখুন)