Door43-Catalog_bn_tn/HEB/11/15.md

1.1 KiB

ইব্রীয়ের লেখক ঈশ্বরের লোকেদের পূর্বকালীন নেতৃবৃন্দ এবং ঈশ্বরের প্রতিজ্ঞাসমূহের প্রতি তাদের বিশ্বাসকে বর্ণনা করে চলেছেন|

অবশ্য

" প্রকৃতই" বা " নিশ্চিতভাবেই" বা " এই বিষয়ে মনোযোগ দাও:"

স্বর্গীয় দেশের

" স্বর্গীয় ভূমি" বা " স্বর্গের দেশ"

ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইতে লজ্জিত নহেন

AT: ঈশ্বর তাদের ঈশ্বররূপে আখ্যাত হয়ে খুশি" অথবা ".. অন্যেরা তাদের বিষয়ে বলে যে তিনি..." (অর্থালঙ্কার এবং প্রতক্ষ্য বা পরোক্ষ দেখুন)