Door43-Catalog_bn_tn/HEB/09/23.md

1.2 KiB

যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলির ঐ সকলের দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক ছিল

AT: " যাজকদের স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্তগুলিকে শুচীকৃত করবার জন্য পশুবলি ব্যবহার করা উচিৎ" ( প্রতক্ষ্য অথবা পরোক্ষ এবং স্পষ্ট ও অন্তর্নিহিত দেখুন)

যাহা যাহা স্বয়ং স্বর্গীয়, সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক

AT: " স্বয়ং স্বর্গীয় বিষয়সমূহকে শুচীকৃত করবার জন্য, ঈশ্বরকে আরো উত্তম বলিদান করতে হয়েছিল" পার্থিব দৃষ্টান্তগুলিকে শুচীকৃত করবার বলিদানগুলির চাইতে