Door43-Catalog_bn_tn/HEB/09/13.md

2.2 KiB

কারণ.... অশুচিদের উপরে প্রোক্ষিত

যাজক অশুচি মানুষদের উপর স্বল্প পরিমান ভস্ম ফেলতেন|

যিনি অনন্তজীবি আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রীষ্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়া

কলাপ হইতে কত অধিক নিশ্চয় শুচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পার?

খ্রীষ্ট নিজেকে নির্দোষ রূপে অনন্ত আত্মার মাধ্যমে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন, এবং তাঁর রক্ত জীবন্ত ঈশ্বরকে সেবা করবার জন্য আমাদের সংবেদকে মৃত ক্রিয়া

কলাপ থেকে ধৌত করে" ( রূপকধর্মী প্রশ্নাবলী দেখুন)

খ্রীষ্টের রক্ত...আমাদের সংবেদকে শুচি করে

যেহেতু যীশু নিজেকে বলিদান করেছিলেন তাই আমাদের নিজেদের পাপের কারণে নিজেদেরকে আর অপরাধী মনে করার প্রয়োজন নেই৷ (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

আমাদের সংবেদ

লেখক ও পাঠকদের সংবেদ

এই কারণ

" ফলতঃ" অথবা " এই জন্য"

জরিমানা

"শাস্তি"

যাহারা আহুত হইয়াছে

যাদের ঈশ্বর তাঁর সন্তান হবার জন্য নিযুক্ত অথবা মনোনীত করেছেন|