Door43-Catalog_bn_tn/HEB/06/04.md

1.3 KiB

যারা স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে

ইহার দ্বারা সেইসব বিশ্বাসীদের বোঝানো হচ্ছে যাদের ঈশ্বর পরিত্রান দিয়েছেন| (বাগধারা দেখুন)

যারা ঈশ্বরের মঙ্গলবাক্যের রসাস্বাদন করিয়াছে

ইহার দ্বারা সেইসব বিশ্বাসীদের বোঝানো হচ্ছে যারা নিজেদের জন্য ঈশ্বরের বাক্যের অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছে| (বাগধারা দেখুন)

তাহারা আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনর্বার ক্রুশে দেয়

যখন লোকেরা ঈশ্বরের নিকট হতে দুরে চলে যায়, ইহা যীশুকে পুনর্বার ক্রুশে দেবার সামিল| (রূপক দেখুন)

ধর্মভ্রষ্ট

AT: " ঈশ্বরের থেকে দুরে চলে যাওয়া"