Door43-Catalog_bn_tn/HEB/04/12.md

1.4 KiB

ঈশ্বরের বাক্য

ঈশ্বরের লিখিত অথবা কথিত বার্তা

জীবন্ত ও কার্যসাধক

ঈশ্বরের বাক্য এমনই তা যেন জীবন্ত; ইহা শক্তিশালীও| ( নরত্ব আরোপ দেখুন)

সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ম

ঈশ্বরের বাক্য আমাদের অন্তরস্থ স্বত্তাকে ভেদ করে| ( রূপক দেখুন)

হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক

ঈশ্বরের বাক্য আমাদের গোপন চিন্তা কেও প্রকাশ করে দেয় ( নরত্ব আরোপ দেখুন ) এবং ( বাগধারা দেখুন)

তাঁহার চক্ষুর্গোচরে সকলেই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাঁহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে

" ঈশ্বর, যিনি আমরা কিরূপে জীবনযাপন করেছিলাম বিচার করবেন, তিনি সব দেখতে পান" ( লক্ষ্যার্থক শব্দ দেখুন)