Door43-Catalog_bn_tn/HEB/04/08.md

1.1 KiB

যে ব্যক্তি তাঁহার বিশ্রামে প্রবেশ করে

" যারা ঈশ্বর যেখানে থাকেন সেখানে তাঁর সাথে বিশ্রাম করে"

আইস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি

" ঈশ্বর যেখানে থাকেন সেখানে তাঁর সাথে বিশ্রাম করবার জন্য আমাদেরও সেই সব কিছু করা উচিৎ যা আমরা করতে পারি"

যত্ন করা

" খুব ইচ্ছুক"

অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত

AT: " একই ভাবে অবাধ্য হওয়া"

যা তারা করেছিল

যে ইস্রায়েলীয়রা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা মরুভূমিতে যা করেছিল