Door43-Catalog_bn_tn/HEB/04/01.md

1.4 KiB

অতএব

যেহেতু যারা বাধ্য নয় ঈশ্বর অবশ্যই তাদের শাস্তি দেবেন (৩:১৯)

যাতে এমন বোধ না হয় যে তোমাদের মধ্যে কেউ ঈশ্বরের সেই বিশ্রামে প্রবেশ করবার অবিরত প্রতিজ্ঞাতে পৌছাতে ব্যর্থ হয়েছ

AT: " ঈশ্বর তোমাদের কাউকে বলবেন না যে তিনি যেখানে আছেন তোমরা সেখানে বিশ্রাম পাবে না" অথবা " ঈশ্বর তোমাদের সকলের বিষয়ে বলবেন যে তিনি যেখানে আছেন তোমরাও সেখানে বিশ্রাম পাবে" (রূপক দেখুন)

আমরা অবশ্যই

লেখক ও পাঠকেরা অবশ্যই ( পরিবেষ্টক দেখুন)

আমাদের নিকটে

লেখক ও পাঠকদের নিকটে

যারা ইহা বিশ্বাস মিশ্রিত না করে শুনে ছিল

AT: " যারা খ্রীষ্টের বাক্য শুনেছিল এবং তাতে বিশ্বাস করে নি"