Door43-Catalog_bn_tn/GAL/06/17.md

1.9 KiB

এখন থেকে

এটার এরকমও মানে হতে পারে "শেষপর্যন্ত" অথবা "আমি এই চিঠি শেষ করার পর"|

কেউ আমাকে কষ্ট না দিক

এটার মানে হতে পারে ১) পৌল তাঁকে কষ্ট দিতে গালাতীয়দের নির্দেশ করছেন, "আমি তোমাদের এই নির্দেশ দিচ্ছি যে: আমাকে কষ্ট দেবে না", অথবা ২) পৌল গালাতীয়দের বলছেন যে তিনি তাঁকে কষ্ট না দিতে সব লোককে নির্দেশ দিচ্ছেন, "আমি প্রত্যেককে এই নির্দেশ দিচ্ছি যে: আমাকে কষ্ট দেবে না", অথবা ৩) পৌল একটি ইচ্ছা প্রকাশ করছেন, "আমি চাই না কেউ আমাকে কষ্ট দিক"|

আমাকে কষ্ট দিক

এটার মানে হতে পারে ১) "এইসব বিষয়ে আমাকে বলা" (ইউডিবি) অথবা ২) "আমার কষ্টের কারণ" অথবা "আমাকে কঠিন কাজ দেওয়া"|

কারণ আমি দেহে যীশুর চিহ্ন বহন করি

"আমার শরীরে শুকিয়ে যাওয়া ক্ষতচিহ্ন আছে কারণ আমি যীশুর সেবা করি" অথবা "আমার শরীরে এখনও পর্যন্ত শুকিয়ে যাওয়া ক্ষত চিহ্ন রয়েছে কারণ আমি যীশুর"|

চিহ্নগুলি

এটা হতে পারে ১)