Door43-Catalog_bn_tn/GAL/06/11.md

2.4 KiB

বড় অক্ষরে

এটার মানে হতে পারে যে পৌল জোর দিতে চান ১) সেই বিবরণের অনুসরণ করা অথবা ২) সেই চিঠিটি তাঁর কাছ থেকে এসেছিল|

আমার নিজের হাতের লেখা

এটার মানে হতে পারে ১) বেশির ভাগ সময়েই পৌল একজন সাহায্যকারী ছিলেন যিনি এই চিঠির বেশিরভাগটাই লিখেছিলেন যেভাবে কি লিখতে হবে পৌল তা বলেছিলেন, কিন্তু পৌল নিজে চিঠির শেষ অংশটা লিখেছিলেন অথবা ২) পৌল নিজে পুরো চিঠিটা লিখেছিলেন|

একটি ভালো প্রভাব তৈরী করা

"কারণ অন্যরা তাদের ভালো মনে করে" অথবা "কারণ অন্যরা ভাবে যে তারা ভালো লোক"|

মাংসে

"দৃষ্টিযোগ্য প্রমানের সাথে" অথবা "তাদের নিজেদের চেষ্টার দ্বারা"|

বাধ্য করা

"জোর করা" অথবা "দৃঢ়ভাবে প্রভাবিত করা"|

যাতে খ্রীষ্টের ক্রুশের দ্বারা তাদের তাড়না না ঘটে

"যাতে ক্রুশই একমাত্র পরিত্রান দেয় সেটা ঘোষণা করার জন্য ইহুদীরা তাদের নির্যাতন না করে"

ক্রুশ

"যীশু ক্রুশের ওপর যে কাজ করেছিলেন" অথবা "যীশুর মৃত্যু ও পুনরুত্থান"| এখানে শারীরিক ক্রুশের মানে করা হয়নি|

তারা চায়

"সেই লোকেরা যারা তোমাদের ছিন্নত্বক করার জন্য তাড়না করছে"|

তারা সেটাতে অহংকার করে