Door43-Catalog_bn_tn/GAL/04/24.md

1.4 KiB

এগুলির রূপকধর্মী ব্যাখ্যা হতে পারে

"দুটি পুত্রের যে গল্প আমি এখন তোমাদের বলতে যাচ্ছি সেটা হলো একটি ছবির মত"|

সীনয় পর্বত

"সীনয় পর্বত, যেখানে মোশী ইস্রায়েলকে আইন দিয়েছিলেন" (দেখো: অলংকার যুক্ত বাক্য)|

যে দাসত্বে জন্ম দেয়

"যে লোকেরা এই চুক্তির অন্তর্ভুক্ত তারা সেই দাসের মত যারা ব্যবস্থা মেনে চলে" (দেখো: রূপক, বাক্যালঙ্কার)|

চিহ্ন স্বরূপ হওয়া

"একটি ছবি"

সেও(মহিলা) তার সন্তানের সাথে দাসত্বে আছে

হাগার একজন দাসী এবং তার সন্তানরাও হয় তার মত দাস| এটা এইভাবে অনুবাদ হতে পারে "যিরূশালেম, হাগারের মত, একটি দাসী এবং তার সন্তানরাও হয় তার মত দাস" (দেখো: ইউডিবি)|