Door43-Catalog_bn_tn/GAL/04/08.md

1.3 KiB
Raw Permalink Blame History

তোমাদের সব নিদর্শন এখানে বহুবচন|

ওগুলো

"এই জিনিসগুলি" অথবা "ওই আত্মাগুলি"|

তুমি ঈশ্বরের দ্বারা পরিচিত

"ঈশ্বর তোমাকে জানেন" (দেখো: সক্রিয় এবং নিষ্ক্রিয়)

তোমরা কেন পুনরায় ফিরে আসছে...?

দুটি অলংকার যুক্ত প্রশ্নের মধ্যে এটাই হলো প্রথম| এটা অনুবাদ করা যেতে পারে "তোমাদের পুনরায় ফিরে আসা উচিত নয়..." (দেখো: অলংকারযুক্ত প্রশ্ন)

প্রাথমিক নীতিগুলি

তোমরা যেমন :৩ এর যেমন অনুবাদ করেছিলে সেই একই ভাবে এই বাক্যের অনুবাদ কর|

তোমরা কি দাস হতে চাও...?

এই দ্বিতীয় অলংকারযুক্ত প্রশ্নের অনুবাদ হতে পারে "তোমাদের দাস হতে চাওয়া উচিত নয়..."