Door43-Catalog_bn_tn/GAL/03/21.md

2.6 KiB

বিরূদ্ধে

"বিপরীতে" অথবা "বিরোধীতার সঙ্গে"

যদি এমন ব্যবস্থা দেওয়া হয়েছিলো যেটা ছিল জীবন দান করতে সক্ষম, ধার্মিকতা অবশ্যই সেই ব্যবস্থার দ্বারা চলে আসতো

এটার আরও মানে হতে পারে "ঈশ্বর ব্যবস্থা দিয়েছিলেন, যে সেটাকে ধরে রাখত তাদের জীবন দিতে যদি সেটা সক্ষম ছিল, আমরা সেই ব্যবস্থা পালনের দ্বারাই ধার্মিক হতে পারতাম"|

শাস্ত্র পাপের অধীনে সব জিনিস বন্দী করে রেখেছিল| সুতরাং যীশু খ্রীষ্টে বিশ্বাসের দ্বারা আমাদের উদ্ধার করতে ঈশ্বরের প্রতিশ্রুতি যারা তাঁকে বিশ্বাস করে তাদের দেওয়া হয়েছিল

এটার আরও মানে হতে পারে "কারণ আমরা পাপী, তাদের কারারুদ্ধ করে রাখার মতো ঈশ্বর সমস্ত কিছুকে ব্যবস্থার নিয়ন্ত্রনের অধীনে রেখেছিলেন, যাতে তিনি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন যাদের খ্রীষ্ট যীশুতে বিশ্বাস আছে তাদের বিশ্বাসে তিনি ক্ষমতা দেন" অথবা "যেহেতু আমরা পাপ করি, তাদের কারারুদ্ধ রাখার মতো ঈশ্বর সব কিছুকে ব্যবস্থার নিয়ন্ত্রনের অধীনে রেখেছিলেন| তিনি এটা করেছিলেন কারণ তিনি তাদের যা প্রতিশ্রুতি করেছেন যাদের খ্রীষ্ট যীশুতে বিশ্বাস আছে তাদের বিশ্বাসে তিনি দিতে চান"|

শাস্ত্র

"ঈশ্বর," শাস্ত্রের লেখক (দেখো: ব্যক্তিরূপদান)|