Door43-Catalog_bn_tn/GAL/03/13.md

1005 B

তিনি আমাদের জন্য অভিশাপযুক্ত হয়েছিলেন

"ঈশ্বর আমাদের নিন্দা করার পরিবর্তে তাঁকে নিন্দা করেছিলেন"

একটি গাছে ঝোলানো

এটা ইতিমধ্যে মৃত একজনের দেহ সাধারণ একটি গাছে ঝোলানোর প্রথাকে উল্লেখ করে| পৌল আশা করেছিলেন তাঁর শ্রোতা মন্ডলী বুঝুক যে তিনি ক্রুশের ওপর ঝুলন্ত যীশুকে উল্লেখ করছিলেন|

ক্ষমতা

"ইচ্ছাশক্তি"

আমরা

অন্তর্ভুক্তিকর| পৌল নিজেকে অযিহুদীদের সঙ্গে অন্তর্ভুক্ত করছিলেন|