Door43-Catalog_bn_tn/GAL/03/10.md

1.8 KiB

তাদের যারা নির্ভর করে ... ব্যবস্থা হয় অভিশাপের অধীনে

"ঈশ্বর তাদের চিরকালেরমত শাস্তি দেবেন যারা নির্ভর করে ... ব্যবস্থায়"|

এখন এটা পরিষ্কার যে ঈশ্বর ন্যায্যতা প্রমান করেন

"ঈশ্বর স্পষ্টভাবে বলেছেন যে তিনি ন্যায্যতা প্রমান করেন"|

যারা

"লোকজন" অথবা "লোকেরা"|

ব্যবস্থার কাজ

ঈশ্বরের ব্যবস্থাকে পালন করা

মেনে চলা

"অনুসারে জীবনকাটানো" অথবা "নত হওয়া" কিংবা "বিশ্বস্ত থাকা" বা "পালন করা" নতুবা "পর্যবেক্ষণ করা"|

এই সকল করা

"সমস্ত ব্যবস্থা মেনে চলা"

ধার্মিক

"লোকেরা যাদের ঈশ্বর ধার্মিক বলে বিবেচনা করেন" অথবা "ধার্মিক লোকেরা"

ব্যবস্থার মধ্যেকার জিনিসগুলি

"ব্যবস্থার মধ্যেকার লিখিত জিনিসগুলি"

ব্যবস্থার দ্বারা বাঁচবে

এটার মানে হতে পারে ১) "অবশ্যই তাদের সব মেনে চলা" (ইউডিবি) অথবা ২) "বাঁচবে কারণ ব্যবস্থা যা নির্দেশ দেয় সে করে"