Door43-Catalog_bn_tn/GAL/03/06.md

2.3 KiB

এটা তাঁর ধার্মিকতা হিসাবে আরোপিত হয়েছিলো

ঈশ্বরের প্রতি অব্রাহামের বিশ্বাস ঈশ্বর দেখেছিলেন, সুতরাং তখন ঈশ্বর অব্রাহামকে ধার্মিক বলে গন্য করেছিলেন|

তারা যারা বিশ্বাস করে

"লোকেরা যারা বিশ্বাস করে"|

অব্রাহামের সন্তানরা

"অব্রাহামের উত্তরপুরুষ", তাঁর প্রাকৃতিক উত্তরপুরুষ নয়, কিন্তু অব্রাহামের মতো একই উপায়ে ধার্মিক (দেখো: রূপক)|

গণনা করা

"ভবিষ্যত বাণী করা" অথবা "ঘটার আগে থেকেই দেখা ছিল"| কারণ ঈশ্বর অব্রাহামকে প্রতিশ্রুতি করেছিলেন এবং তাঁরা এটা খ্রীষ্টের মাধ্যমে প্রতিশ্রুতি আসার আগেই টুকে রেখেছিলেন, শাস্ত্রটি হয় একজনের মত যিনি সেটা ঘটার আগেই ভবিষ্যত জানেন (দেখো: বাক্যালঙ্কার)|

তোমাতে

"কারণ তুমি কি করেছ" (ইউডিবি) অথবা "আমি তোমাকে আশির্বাদ করেছি"|

সকল জাতিকে

"পৃথিবীর সব প্রকার লোকজন" (ইউডিবি)| ঈশ্বর জোর দিচ্ছিলেন যে তিনি কেবল তাঁর মনোনীত জাতি, যিহুদীদের অনুকূলেই ছিলেন না| তাঁর পরিত্রানের পরিকল্পনা ছিল যিহুদী এবং অযিহুদী উভয়ের জন্য|

বিশ্বাস আছে

ঈশ্বরকে বিশ্বাস করা|