Door43-Catalog_bn_tn/GAL/02/11.md

1.2 KiB

আমি তাঁকে তাঁর মুখের ওপর বিরোধীতা করেছিলাম

"আমি নিজে তাঁর মুখোমুখি হয়েছিলাম" অথবা "আমি নিজে তাঁর কাজকে অভিযুক্ত করেছিলাম"

আগে

সম্পর্কের সময় থেকে

তিনি বন্ধ করেছিলেন

"তিনি তাদের সঙ্গে খাওয়া বন্ধ করে দিলেন"

সেই লোকেদের ভয়ে

"কারণ তিনি ভয় পেতেন যে সেই লোকেরা বিচার করবে যে তিনি কিছু ভুল করছিলেন" অথবা "কারণ তিনি ভয় পেতেন যে সেই লোকেরা ভুল কাজ করার জন্য"

লোকেরা যারা ছিন্নত্বক হয়েছে

ইহুদীরা

থেকে দূরে রেখেছিলেন

"থেকে দূরে থাকতেন" অথবা "এড়িয়ে যেতেন"