Door43-Catalog_bn_tn/GAL/01/15.md

1.5 KiB

তাঁর অনুগ্রহ দ্বারা তিনি আমাকে ডেকেছিলেন

সম্ভাব্য মানে হলো ১)"ঈশ্বর তাঁর সেবা করার জন্য আমাকে ডেকেছিলেন কারণ তিনি হলেন দয়ালু" অথবা ২)"তাঁর অনুগ্রহের নিমিত্তে তিনি আমাকে ডেকেছিলেন|"

আমার কাছে তাঁর সন্তানকে প্রকাশ করেন

সম্ভাব্য মানে হলো ১)"তাঁর (ঈশ্বরের) পুত্রকে জানতে আমাকে অনুমতি দেন" (দেখো ইউডিবি) অথবা ২)"আমার মাধ্যমে জগতকে জানাতে চান যে যীশু ঈশ্বরের পুত্র|"

তাঁকে ঘোষণা করা

"ঈশ্বরের পুত্রকে ঘোষণা করা" অথবা "ঈশ্বরের পুত্রের সম্মন্ধে শুভ সংবাদ প্রচার করা"

মাংস ও রক্তর সঙ্গে পরামর্শ করা "বার্তাটি বুঝতে আমাকে সাহায্য করার জন্য লোককে নির্দেশ দেওয়া"

উপরে ওঠা

"পথ চলা"