Door43-Catalog_bn_tn/EPH/06/17.md

1.7 KiB

এবং পরিত্রাণের শিরস্ত্রাণ নিয়ে

একটি সৈনিকের মাথা রক্ষা করার জন্য যেমন শিরস্ত্রাণ ব্যবহার হয় ঠিক তেমনি ঈশ্বর কর্তৃত্ত পরিত্রাণ বিশ্বাসীদের মন রক্ষা করে. (দেখো: উপমা)

আত্মার তলোয়াল,যা ঈশ্বরের বাক্য

ঈশ্বরের বাক্য, যা পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত,সৈনিকরা শক্রদের আক্রমণ থেকে রক্ষা পাওযার জন্য তলোয়াল ব্যবহারের করে ঠিক তেমনি বিশ্বাসীরাও শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মার তলোয়াল ব্যবহার করা উচিত. (দেখো: উপমা)

সব প্রার্থনা ও অনুরোধ সহকারে সব সময় আত্মায় প্রার্থনা কর

" আত্মায় সব সময় প্রার্থনা করে তোমাদের নির্দিষ্ট প্রার্থনা ও অনুরোধ জানিও.

ঈশ্বরে জন্য পৃথক করে রাখা সব অধ্যবসায় প্রার্থনা

"সমস্ত বিশ্বাসীদের জন্য অবিরত প্রার্থনা এবং সতর্কতা"