Door43-Catalog_bn_tn/EPH/06/14.md

2.3 KiB

সত্যের কটিবন্ধন

একটি সৈনিক যেমন পোশাক কটিবন্ধন করে তেমনি সত্যের কটিবন্ধন করা বিশ্বাসীদের উচিত . (দেখো: উপমা)

ধার্মিকতার বুকপাটা

একটি সৈনিক যেমন নিজের বুককে রক্ষা করার জন্য বুকপাটা ব্যবহার করে তেমনি বিশ্বাসীদেরও ধার্মিকতার দান স্বেচ্ছাক্রমে ব্যবহার করে নিজেদের হৃদয়কেও ঢেকে রাখা. (দেখো: উপমা)

তোমরা শান্তির সুসমাচারের জুতো পরে প্রচারের জন্য প্রস্তুত হয়ে

দাঁড়াও

ঠিক যেমন একজন সৈনিক জুতো পড়েন কঠিন ভিত্তির উপর দাঁড়াবার জন্য,বিশ্বাসীনুযায়ী শান্তির সুসমাচারের কঠিন জ্ঞান ঘোষণা করার জন্য প্রস্তুত থাকতে হবে. (দেখো: উপমা)

বিশ্বাসের ঢাল সবসময় বহন করতে হবে

সৈন্যরা যেমন শক্রর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল ব্যবহার করে তেমনি শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাস বিশ্বাসীদের সুরক্ষা দেয়. (দেখো: উপমা)

শয়তানের জ্বলন্ত তীর

একটি সৈনিক শক্রদের আক্রমণের জন্য যেমন গুলি করে সেই গুলি হয় জ্বলন্ত তীরের মত তেমনি একটি বিশ্বাসীকে শয়তান আক্রমণ করে জ্বলন্ত তীরের মত.(দেখো: উপমা)