Door43-Catalog_bn_tn/EPH/04/28.md

1.4 KiB

তোমাদের মুখ থেকে কোন খারাপ কথা বেরিয়ে না আসে,

" কোন নোংরা কথা তোমাদের মুখ থেকে বেরিয়ে না আসে " বা "তোমাদের মুখ থেকে কোন নোংরা আলাপ বেরিয়ে না আসে"

অন্যদের গড়ে তোলার জন্য যে শব্দ পরিবর্তনের দরকার

" গড়ে তোলার জন্য যে শব্দ পরিবর্তনের উপযোগী কথা, বা অন্য বিশ্বাসীদের জন্য শক্তি দান করে"

যারা শুনছেন তাদের করুণা দিতে

"এই ভাবে তোমরা যারা শুনছেন তাদের এই অনুগ্রহ দেবে"

ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দেবে না

"ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখিত কর না খারাপ কথার দ্বারা কারণ তোমরা তার সৃষ্টি"

যাঁর নামে তোমদের নামমুদ্রাঙ্কিত হয়েছে

"যে তোমাদের মুদ্রাঙ্কিত করেছেন."