Door43-Catalog_bn_tn/EPH/01/22.md

2.0 KiB

ঈশ্বর নিয়োজিত করেছেন

"ঈশ্বরকে" (ইউডিবি) বা "ঈশ্বর নিহিত"

খ্রীষ্টের পায়ের তলায় সবকিছু

এই প্রভুত্ব প্রতিনিধিত্ব খ্রীষ্টের. ক্ষমতা ও কর্তৃত্ব. বিকল্প অনুবাদ: খ্রীষ্টের ক্ষমতার অধীনে সব কিছু. (দেখো:রূপক)

তাঁর মাথায় দেওয়া....যা তার শরীরে সঙ্গে একটি মানুষের শরীর যেমন হয়, মাথা ও শরীরের সংক্রান্ত সব কিছুই শাসিত, তাই খ্রীষ্ট মন্ডলীর মস্তক. (দেখো:রূপক)

মন্ডলীর সবকিছুর উপর মস্তক

"মাথা" নেতা বা দায়িত্বপ্রাপ্ত রক্ষক". বিকল্প অনুবাদ: "মন্ডলীর সব কিছুর উপরের শাসক".

যা তার শরীর

মন্ডলীকে প্রায়ই খ্রীষ্টের দেহ বলে উল্লেখ্য করা হয়. # তাকে পূর্ণতার উপায় সব কিছু তৃপ্ত করা হয়.

খ্রীষ্ট তাঁর শক্তি দিয়ে এবং জীবন দিয়ে সমগ্র মন্ডলীকে তৃপ্ত করেছেন. বিকল্প অনুবাদ: "খ্রীষ্ট তাঁর জীবন ও পরাক্রমের সঙ্গে মন্ডলীকে তৃপ্ত করেছেন যেমনটা তিনি নিজের জীবন কে দান করেছেন সব জীবনকে বাঁচাতে."