Door43-Catalog_bn_tn/EPH/01/11.md

1.1 KiB

আমাদের মনোনীত করা হয়েছে

" ঈশ্বরের উত্তরাধিকার হতে আমাদের তৈরী করা হয়েছে" বা " আমাদের ঈশ্বরের উত্তরাধিকার হওয়ার জন্য মনোনীত করা হয়েছে"

আমাদের মনোনীত করা হয়েছে....আমরা প্রথম ছিলাম

এখানে "আমরা" এই শব্দতা পৌলকে বোঝানো হয়েছে, খ্রীষ্টেতে একজন ইহুদি ভাই কিন্তু গোষ্ঠিভুক্ত (অইহুদী) বিশ্বাসী না. (দেখো: স্বতন্ত্র)

এক পরিকল্পনা

"ঈশ্বরের পরিকল্পনা"

তাঁর ইচ্ছার উদ্দেশ্য

"ঈশ্বরের উদ্দেশ্য হবে"

আমরা প্রথম ছিলাম

পৌল ও "আমরা" (অইহুদিদের) ব্যবহারে চলতাম.