Door43-Catalog_bn_tn/COL/04/10.md

1.2 KiB

আরিষ্টার্খ

তিনি ইফিষে পৌলের সঙ্গে কারাগারে ছিলেন যখন পৌল কলসীয়দের এই চিঠিটা লিখেছিলেন|

যদি তিনি আসেন

"যদি মার্ক আসেন"|

যীশু যাঁকে যুষ্ট বলে ডাকা হয়

এই ব্যক্তি সর্বদা পৌলের সঙ্গে কাজ করতেন|

ছিন্নত্বকদের মধ্যে এরা একাই হলেন ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মী

"যিহুদীধর্মের বিশ্বাসীদের মধ্যে এই তিনজন কেবল আমার সাথে খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরকে রাজা হিসাবে ঘোষণা করছেন" (ইউডিবি)|

ছিন্নত্বকদের মধ্যে এরা একাই

"এই লোকেরা, আরিষ্টার্খ, মার্ক, যুষ্ট, ছিন্নত্বকদের মধ্যে একা"|