Door43-Catalog_bn_tn/COL/04/02.md

1.6 KiB

সর্বদা অবিচলভাবে প্রার্থনায় থাকা

"বিশ্বস্তভাবে প্রার্থনায় থাকা" অথবা "অটল ভাবে প্রার্থনায় থাকা"|

আমাদের জন্যও

"আমাদের" শব্দটি পৌল ও তিমথীকে উল্লেখ করে কলসীয় বিশ্বাসীদের না|

ঈশ্বর একটি দরজা খুলে দেন

এটা একটা "ঈশ্বর সুযোগ সুবিধা যোগান দেন" এর বাগধারা (দেখো:বাগধারা)|

খ্রীষ্টের রহস্য

যীশু খ্রীষ্টের বার্তা যেটা খ্রীষ্ট আসার আগে বোঝা যায় নি|

কারণ সেই বাক্যে আমি আবদ্ধ আছি

"যীশু খ্রীষ্টের বার্তার প্রচারের জন্য আমি এখন জেলে"|

প্রার্থনা করো যেন আমি এটা পরিষ্কারভাবে করতে পারি এবং যেমন বলা কর্তব্য সেইভাবে বলতে পারি

"প্রার্থনা করো যেন আমি যীশু খ্রীষ্টের বার্তা পরিষ্কারভাবে বলতে সক্ষম হই যেভাবে আমার বলা উচিত"|