Door43-Catalog_bn_tn/COL/04/01.md

1.2 KiB

তোমাদের দাসেদের দাও

"তোমাদের" শব্দটি কলসীয় বিশ্বাসীদের উল্লেখ করেছে তারা দাসেদের মালিক|

সত্য এবং ন্যায্য

এটা মালিকদের জন্য একটা প্রকাশ যে তাদের দাসেদের জন্য কি সত্য এবং কি ন্যায্য (দেখো: বাক্যালংকার)|

স্বর্গের প্রভু

ঈশ্বর তাদের প্রভু মানে হলো যে ১) "ঈশ্বর দাসেদের মালিকের সাথে তেমন আচরন করে যেমন তারা তাদের পৃথিবীর দাসেদের সাথে আচরণ করতো" অথবা ২) "যেমন তোমরা তোমাদের পৃথিবীর দাসেদের সাথে আচরণ করো ঈশ্বর, তোমাদের প্রভুও একইভাবে তোমাদের সাথে আচরণ করবেন"|