Door43-Catalog_bn_tn/COL/03/22.md

2.4 KiB

তোমাদের মনিবদের মান্য করো

"তোমাদের" শব্দটি কলসীয় দাসেদের মধ্যে যারা বিশ্বাসী তাদের উল্লেখ করেছে|

তোমরা যা কিছু করো

"তোমরা" শব্দটি দাসেদের উল্লেখ করেছে, কিন্তু সমস্ত কলসীয় খ্রীষ্টানরা অন্তর্ভুক্ত হতে পারে|

তোমাদের মাংসের সম্পর্কগত প্রভুদের মান্য করো

"তোমাদের পার্থিব মনিবদের মান্য করো"|

চোখের দৃষ্টিতে সেবা নয়

যখন তোমার মনিবরা দেখছে কেবল তখন মান্য কোরো না|

মানুষের সন্তুষ্টের জন্য

এই মানুষেরা যারা প্রভুর থেকে বরং মানুষের সমর্থন পাবার জন্য কিছু করে (দেখো ইউডিবি)|

আত্মা থেকে

"মনেপ্রাণে" (দেখো ইউডিবি)|

প্রভুর হিসাবে

"প্রভুর জন্য" (দেখো ইউডিবি)|

দায়বদ্ধতার পুরস্কার

"আমাদের অংশ যা প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন" (দেখো ইউডিবি)|

যে মন্দ কাজ করে

এটা কোনো একজনকে উল্লেখ করে যে সক্রিয়ভাবে কোনো প্রকার মন্দ কাজ করে (নীতিগত, সামাজিক অথবা শারীরিক)| এটা এইভাবে অনুবাদ করা যেতে পারে "যে ভুল করে" অথবা "যে মন্দ কাজ করে"|

শাস্তি লাভ

সাজা হবে|

কোনো পক্ষপাত নয়

"কোনো পক্ষপাতিত্ব নয়" অথবা "কোনো প্রিয় ব্যক্তিরাও নয়" কিংবা "প্রিয় কোনো একজনও নয়"|